জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা শেষ। এবার সাত্যকির বাড়ি ফেরার পালা। যাবার আগে বাড়িওয়ালাকে একটা প্রণাম করে নেয় সে।
--- বলি ওহে ছোকরা এটা ধরো। বাড়ির মালিক একটা ছোট্ট প্যাকেট সাত্যকির হাতে তুলে দিলেন।
--- এটা কী?
--- ছ'মাসের বাড়িভাড়া।
--- তার মানে?
--- খুলেই দেখ। প্যাকেট খুলেই সাত্যকি অবাক।
--- এগুলো আপনি কোথায় পেলেন?
--- মায়ের দুল,চুড়ি হার বন্ধক রেখে বাড়িভাড়া দিতে কে বলেছে? আমার মা নেই। তাই বলে কি মায়েদের প্রতি মায়া মমতা কিছুই নেই। গয়নার দোকানের মালিক আমার বন্ধু। সব বলেছে। আমিই ওগুলো নিয়ে এসেছি।
--- তাহলে বাড়িভাড়া?
--- চাকরি পেলে মনে করে ছ'মাসের বাড়িভাড়া দিয়ে যেও। নইলে থানা-পুলিশ করে ছাড়ব।
কাঁদতে কাঁদতেও হেসে ফেলে সাত্যকি।
--- বলি ওহে ছোকরা এটা ধরো। বাড়ির মালিক একটা ছোট্ট প্যাকেট সাত্যকির হাতে তুলে দিলেন।
--- এটা কী?
--- ছ'মাসের বাড়িভাড়া।
--- তার মানে?
--- খুলেই দেখ। প্যাকেট খুলেই সাত্যকি অবাক।
--- এগুলো আপনি কোথায় পেলেন?
--- মায়ের দুল,চুড়ি হার বন্ধক রেখে বাড়িভাড়া দিতে কে বলেছে? আমার মা নেই। তাই বলে কি মায়েদের প্রতি মায়া মমতা কিছুই নেই। গয়নার দোকানের মালিক আমার বন্ধু। সব বলেছে। আমিই ওগুলো নিয়ে এসেছি।
--- তাহলে বাড়িভাড়া?
--- চাকরি পেলে মনে করে ছ'মাসের বাড়িভাড়া দিয়ে যেও। নইলে থানা-পুলিশ করে ছাড়ব।
কাঁদতে কাঁদতেও হেসে ফেলে সাত্যকি।
সমাজ বসু: পঞ্চাশের দশকে বর্ধমান শহরে জন্ম। ছাত্রাবস্থাতেই লেখালেখি শুরু। এ যাবৎকাল বহু প্রথম সারির পত্রপত্রিকায় নিবন্ধ,গল্প এবং কবিতা প্রকাশিত, সম্মানিত ও পুরস্কৃত। হিন্দি ও বাংলা গানের জগতে গীতিকার রূপে প্রতিষ্ঠিত। সাহিত্য সৃজন ছাড়া দু একটি সমাজসেবী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। অধ্যয়ন এবং লেখালেখিই অবসরযাপন।